পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প Krioshak Bandhu Yojna
আপনারা হয়তো জানেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2019 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন । যেটির নাম দিয়েছিলেন “krishak Bandhau Yojna” । বর্তমানে পশ্চিমবঙ্গের 1 কোটি 5 লক্ষ ক কৃষক এই প্রকল্পের সুবিধা লাভ করেছেন । যেখানে কৃষকেরা বছরে 4000 টাকা অথবা বছরে 10000 টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দুটো কিস্তির মাধ্যমে পাচ্ছেন । কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন অসাধারণ সরকারি প্রকল্পের মধ্যে একটি ।
যোজনার নাম | Krishak Bandhu Yojana |
সুবিধাভোগী | পুরুষ মহিলা উভয় কৃষক |
কেনো পাবেন | কৃষিকাজের সঙ্গে যুক্ত তাই |
শুরুর বছর | 1st January 2019 |
কোন রাজ্যের জন্য | West Bengal |
3 একরের নিচে | 2000 টাকা করে বছরে দুই বার |
3 একর বা তার উর্ধ্বে | 5000 টাকা করে বছরে দুই বার |
সুবিধাভগীদের পরিমাণ | 1 কোটি 5 লক্ষ |
কে চালু করেছে | পশ্চিমবঙ্গ সরকার |
আবেদন পদ্ধতি | Online / Offline |
অফিসিয়াল ওয়েবসাইট | krishakbandhu.net |
সাধারণত ভারত একটি কৃষিপ্রধান দেশ যার মধ্যে কৃষিতে পশ্চিমবঙ্গের স্থান প্রথম সারিতে , পাট ধান উৎপাদনে অন্যান্য রাজ্যের থেকে এগিয়ে থাকে । বর্তমান বাজারে সার, কীটনাশকের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং ফসলের দাম যেভাবে তুলনামূলক ভাবে হ্রাস পাচ্ছে তাতে করে চাষে কৃষকদের মনোবল ভেঙে যাচ্ছে । এই পরিস্থিতিতে সরকারের Krishak Bandhu Yojna কৃষকদের মনোবল অনেকেটাই বৃদ্ধি হয়েছে বলে মনে করছে সরকার ।
এই অনুদান কৃষকদের চাষে অনেকেটাই চাষে আগ্রহী করে তুলছে । সর্বোচ্চ 10000 এবং সর্বনিম্ন 4000 টাকা বছরে পেয়ে খুশি কৃষকেরা । প্রতি বছর দুই কিস্তিতে সরকার এই অনুদান দিচ্ছে । যাদের 3 একর এর কম জমি আছে তারা বছরে 2000 টাকা করে দুই কিস্তিতে নিজের ব্যাংক অ্যাকাউন্টে মোট 4000 টাকা পাচ্ছে , আর যাদের 3 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 5000 টাকা করে দুই কিস্তিতে মোট 10000 টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে ।
Krishak Bandhu Yojna প্রকল্পে আরো একটি বেনিফিট আছে যদি প্রকল্পের আওতাধীন কোনো কৃষক 60 বছরের আগে মারা যায় সেক্ষেত্রে সেই মৃত কৃষকের পরিবার এককালীন 200000 টাকা পাবেন । তার ছেলে , মেয়ে , স্ত্রী দিয়ে যত জন অংশীদার থাকবে সবাই সমপরিমাণ টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ।
কে বা কারা এই প্রকেল্পে আবেদন করতে পারবেন ?
সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটি কৃষক যাদের বয়স 18 বা তার উর্ধ্বে তারা সকলেই আবেদন করতে পারেন , তবে নিজে নামে জমি থাকতে হবে এমনকি নিজের নামে জমি রেকর্ড থাকতে হবে । নূন্যতম 1শতক জমি নিজের নামে রেকর্ড থাকলেই আপনি আবেদন করতে পারেন ।
কিভাবে আবেদন করবেন ?
প্রথমেই বলে রাখি Krishak Bandhu Yojna প্রকল্পের জন্য সরকার অনলাইনে আবেদনের কোনো ব্যাবস্থা করেনি । সাধারণত এই প্রকল্পে আপনি দুয়ারে সরকারে গিয়ে নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করতে পারেন । দুয়ারে সরকারে আবেদন না করতে পারলে আপনি আপনার এগ্রিকালচার ডেভোলপমেন্ট অফিসে গিয়েও প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করতে পারেন ।
আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে ?
ডকুমেন্টের কথা বলতে গেলেই প্রথমেই আপনাকে এদেশের নাগরিক হতে হবে তার মানে আপনার ভোটার কার্ড থাকতে হবে, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এক কপি রঙিন ছবি থাকতে হবে , মোবাইল নম্বর থাকতে হবে এবং সর্বোপরি আপনার নিজের নামে জমি থাকতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের জমি সংক্রান্ত পোর্টালে আপনার জমির রেকর্ড থাকতে হবে এবং সেটার একটা প্রিন্ট আউট বার করতে হবে । এই সমস্ত নথি দিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন ।
আবেদন করার পর আপনি কিভাবে দেখতে পারবেন আপনার আবেদনটি গ্রহণ করেছে কি না ?
এর জন্য আপনাকে কৃষক বন্ধু “প্রকল্পের পোর্টালে” যেতে হবে এরপর “নতিভুক্ত কৃষকের তথ্য” অপশনে যেতে হবে এরপর “আমি রোবট নই ” ভেরিফাই করতে হবে তারপর আপনাকে আপনার কৃষক বন্ধু আইডি অথবা ফোন নম্বর অথবা ভোটার কার্ড নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন ।
Frequently Asked Questions ( FAQ)
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :
- মহিলারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন ?
হ্যাঁ , অবশ্যই পারবেন । এই প্রকল্পে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন । - আধার কার্ড না থাকলে আবেদন করতে পারবেন ?
অবশ্যই পারবেন । - জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আবেদন করতে পারবেন ?
আবেদন করতে পারবেন না, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে । - কোন কোন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ?
জুন মাসে এবং সেপ্টেম্বর মাসে ।